ডিসি কমিকসের অন্যতম জনপ্রিয় চরিত্র সুপারম্যান। এবার কমিকস বইয়ের পাতায় উভকামী হিসেবে দেখা যাবে চরিত্রটিকে।
নতুন সুপারম্যান অর্থাৎ সুপারম্যান ক্লার্ক কেন্ট এবং লুইস লেনের ছেলে জোনাথান কেন্টকে একজন উভকামী হিসেবে উপস্থাপন করতে যাচ্ছে ডিসি কমিকস, এমনটাই ঘোষণা দিয়েছে তারা।
আগামী ৯ নভেম্বর প্রকাশিত হবে 'সুপারম্যান: সন অব কাল-এল' নামের এই কমিকস বই। এতে পুরুষ বন্ধু রিপোর্টার জে নাকামুরার সঙ্গে রোমান্টিক সম্পর্কে দেখা যাবে নতুন সুপারম্যানকে।
লেখক টম টেলর বলেন, ‘সুপারম্যান চরিত্রটি সবসময়ই প্রত্যাশা, সত্য ও ন্যায়বিচারের প্রতীক হিসেবে ব্যবহার হয়েছে। এখন এই প্রতীক আরো বেশি কিছু বোঝাবে। অনেকেই এখন নিজেদেরকে কমিকস বইয়ের সুপারহিরো হিসেবে দেখতে পাবেন।’
ডিসি কমিকসের প্রধান ক্রিয়েটিভ অফিসার এবং প্রকাশক জিম লী বলেন, "আমরা ডিসি কমিকসের গল্পের বৈচিত্র্যতা নিয়ে অনেক কথা বলেছি এবং এটি আরও একটি উদাহরণ।" সূত্র: আনন্দবাজার পত্রিকা
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/