জার্মানিতে নতুন জোট সরকার গড়ার লক্ষ্যে আলোচনার প্রথম দিনেই এসপিডি, এফডিপি ও সবুজ দল স্পষ্ট লক্ষ্যমাত্রা স্থির করেছে। এর আওতায় ৬ ডিসেম্বরের পর এসপিডি নেতা শলত্স চ্যান্সেলর হিসেবে শপথ নেবেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ডয়েচে ভেলে।
২৬ সেপ্টেম্বর জার্মানির সংসদ নির্বাচনে অস্পষ্ট ফলাফলের প্রেক্ষাপটে দ্রুত সরকার গড়ার আশা কার্যত লোপ পেয়েছিল। কিন্তু প্রাথমিক দ্বিধা-দ্বন্দ্ব কাটিয়ে তিন দলের জোটের রূপরেখা অবিশ্বাস্য দ্রুত গতিতে স্পষ্ট হয়ে উঠছে।
গত বৃহস্পতিবার সামাজিক গণতন্ত্রি এসপিডি, উদারপন্থি এফডিপি ও পরিবেশবাদী সবুজ দল সরকার গড়ার লক্ষ্যে আনুষ্ঠানিক আলোচনা শুরু করে। নভেম্বরে সেই প্রক্রিয়া শেষ করে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেই নতুন চ্যান্সেলর হিসেবে এসপিডি নেতা ওলাফ শলেসর শপথ গ্রহণের লক্ষ্যমাত্রা স্থির করেছে এই তিন দল।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/