পুলিশ সদস্যদের চিকিৎসা না দেওয়ার কথা বলেছেন এসওয়াতিনির নার্সরা। এসওয়াতিনির নার্সদের অভিযোগ, গত বুধবার গণতন্ত্রপন্থী বিক্ষোভের সময় নার্সদের ওপর গুলি চালিয়েছে পুলিশ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
আল-জাজিরার ওই প্রতিবেদনে আরো বলা হয়েছে, আফ্রিকার দেশ এসওয়াতিনির পুরনো নাম সোয়াজিল্যান্ড। সেখানে এ বছরের জুন মাস থেকে বিক্ষোভ হচ্ছে। এর জেরে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকের মতো বেশ কিছু ইন্টারনেট সার্ভিসও সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।
অবশ্য সরকারের দাবি, তাজা গুলি ব্যবহার করেনি পুলিশ। তবে সে দেশে সব রকমের বিক্ষোভ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
গতকাল শুক্রবার তিনটি হাসপাতালের নার্সরা বিক্ষোভ করেছেন। এক ভিডিওতে দেখা যায়, এসওয়াতিনির দক্ষিণাঞ্চলের নাহলানগো হেলথ সেন্টারের নার্সরা বিক্ষোভ করছেন।
সম্প্রতি পুলিশ ও সেনাবাহিনীর গুলিতে ৩০ জন নার্স আহত এবং এক তরুণ পথচারী নিহত হন। গুলিবিদ্ধ নার্সদের প্রতি সমবেদনা জানিয়ে পুলিশ সদস্যদের সেবা না দেওয়ার আহ্বান জানানো হয়েছে নার্সদের সংগঠন থেকে।
তাদের দাবি, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিশ্চয়তা দিতে হবে, নার্সরা নিরাপদ থাকবে। তারপরই চিকিৎসা সেবা দেওয়া বয়কটের অবসান ঘটবে। সূত্র: আল-জাজিরা।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/