একসময়ের দাপুটে ক্লাব বার্সেলোনার অবস্থা এখন শোচনীয়। লিওনেল মেসি চলে যাওয়ার পর থেকে তারা যেন জিততেই ভুলে গেছে। বর্তমান কোচ রোনাল্ড কোম্যান এসেই তাড়িয়ে দিয়েছেন লুইস সুয়ারেসকে; যিনি এখন আতলেটিকো মাদ্রিদের হয়ে মাঠ মাতাচ্ছেন। গতকাল রবিবার চলতি মৌসুমের প্রথম এল ক্ল্যাসিকোতে বার্সা হেরে গেছে ২-১ ব্যবধানে। এতে আরও ক্ষেপে গেছেন সমর্থকেরা।
চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের কাছে হার বার্সা সমর্থকেরা কখনই মানতে পারেন না। গত আসরের দুই এল ক্লাসিকোতেই হেরেছিলো বার্সা, তাই এবার ঘরের মাঠের দর্শকরা প্রতিশোধের আশায় ছিলেন। কিন্তু এবারের হার দিয়ে এল ক্ল্যাসিকোতে টানা তিন পরাজয় দেখল বার্সা। কোচ কোম্যানের উল্টোপাল্টা সিদ্ধান্তে সমর্থকেরা আগে থেকেই ক্ষুব্ধ ছিলেন। গতকালের হার যেন আগুনে ঘি ঢেলে দেয়।
ম্যাচ শেষ হওয়ার পর কোম্যান গাড়ি নিয়ে যখন স্টেডিয়াম ছাড়ছিলেন, তখনই তাকে পাকড়াও করেন সমর্থকেরা। তারা কোচকে উদ্দেশ্য করে নানা ধরনের অশ্রাব্য কথাবার্তা বলতে থাকেন। গাড়ি থেকে নেমে আসতে বলেন। এমতাবস্থায় বার্সার এ সাবেক তারকা ফুটবলার কোনোমতে গাড়ি চালিয়ে স্থান ত্যাগ করেন। যদিও এসময় ক্ষুব্ধ সমর্থকেরা গাড়ির ওপর হামলে পড়েছিলেন।
কোম্যান কোনোমতে বেঁচে যাওয়ার পর এই হামলার নিন্দা জানিয়েছে বার্সেলোনা ক্লাব কর্তৃপক্ষ। এক বিবৃতিতে বলা হয়েছে, 'এটি হিংসাত্মক এবং ঘৃণ্য কাজ। ভবিষ্যতে এসব ঘটনা ঠেকাতে কঠিন ব্যবস্থা নেওয়া হবে।' উল্লেখ্য, কোম্যানের চাকরি প্রায় চলে যাওয়ার মুখে আছে। বার্সা নতুন কোনো কোচ যোগার করতে পারছে না বিধায় এখনও কোম্যান বার্সার ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/