ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্যসূচকের মিশ্র প্রবণতায় লেনদেন শেষ হয়েছে।
বুধবার বিকালে ডিএসই ও সিএসই সূত্রে জানা যায় এসব তথ্য।
এদিন ৬ পয়েন্ট বেড়ে ডিএসইর ডিএসইএক্স সূচক অবস্থান করছে ৭ হাজার ১১ পয়েন্টে। এ ছাড়া ডিএসই-৩০ সূচক ১৭ পয়েন্ট কমে এবং ডিএসই শরিয়াহ সূচক ১ পয়েন্ট কমে যথাক্রমে অবস্থান করছে ২৬৪৪ পয়েন্ট ও ১৪৮১ পয়েন্টে।
এদিনে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে শেয়ারের দাম বেড়েছে ১৮০ কোম্পানির এবং কমেছে ১৬৬ কোম্পানির। এ ছাড়া দাম অপরিবর্তিত রয়েছে ২৯টি কোম্পানির শেয়ারের।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও কমেছে সূচক। সিএএসপিআই সূচক ৯ পয়েন্ট কমে অবস্থান করছে ২০ হাজার ৪৯৩ পয়েন্টে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/