বর্তমান টি-টোয়েন্টি র্যাংকিয়ে একনম্বর দল ইংল্যান্ড। বুধবার টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিধান্ত নেয় বাংলাদেশ। শুরু থেকেই ব্যাটসম্যানদের দায়িত্বজ্ঞানহীন ব্যাটিংয়ে আসা যাওয়ার মিশিলে ব্যস্ত ছিলো বাংলাদেশের ব্যাটিং লাইনাফ।
মুশফিকুর রহিমের ২৯ ও রিয়াদ- নাসুমের ১৯ রানে ভর করে বাংলাদেশ ২০ ওভারে সংগ্রহ করেছে ৯ উইকেটে ১২৪ রান। ব্যাটসম্যানেরা জুটি গড়ে তুলতে ব্যর্থ হলে স্বল্প রানেই আটকে যায় টিম বাংলাদেশ। ইংল্যান্ডের পক্ষে টাইমাল মিলস ৩ টি উইকেট তুলে নেন।
জবাবে ব্যাট করতে নেমে ম্যাচ সেরা জেসন রায়ের ৬১ রানে ভর করে ১৪.১ ওভারেই ২ উইকেট হারিয়ে জয় তুলে নেয় ইংল্যান্ড। বাংলাদেশের পক্ষে নাসুম ও শফিউল ১টি উইকেট নিজেদের করেছেন।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/