কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় ১২ মিলিয়ন ইউরো দেওয়ার ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বাংলাদেশ সফরে এসে ভিডিও বার্তায় এ সহায়তার কথা জানান ইউরোপীয় ইউনিয়নের মানবিক সংকট ব্যবস্থাপনাবিষয়ক কমিশনার জেনেজ লেনারসিস।
ইইউ কমিশনার জানান, রোহিঙ্গাদের সহায়তায় ১২ মিলিয়ন ইউরো দেবে ইউরোপীয় ইউনিয়ন। এর মধ্যে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা ও আশ্রয়দাতাদের জন্য ১০ মিলিয়ন ইউরো দেওয়া হবে। আর রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের অবকাঠামো উন্নয়নে দুই মিলিয়ন ইউরো ব্যয় করা হবে।
তিন দিনের সফরে মঙ্গলবার বাংলাদেশে আসেন জেনেজ লেনারসিস। সফরের প্রথম দিন তিনি কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যান। রোহিঙ্গা ক্যাম্পে ইইউ’র সহায়তা প্রকল্প পর্যবেক্ষণ করার পাশাপাশি জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
তিনি সফরের দ্বিতীয় দিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে বৈঠক করেন। আজ (বৃহস্পতিবার) তার দেশে ফিরে যাবার কথা রয়েছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/