ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ বলেছেন, দুই দেশের আস্থা ভেঙে দিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। সে কারণে এই সম্পর্ক জোড়া লাগানোর দায় তাদেরকেই নিতে হবে। গতকাল বৃহস্পতিবার ফ্রান্সের প্রেসিডেন্টের কার্যালয় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনকে উদ্দেশ্য করে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের সঙ্গে পারমাণু-চালিত সাবমেরিন নির্মাণের চুক্তির পর ফ্রান্স অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পিঠে ছুরি বসানোর অভিযোগ করেছে। নতুন চুক্তি করতে গিয়ে ফ্রান্সের সঙ্গে বিলিয়ন ডলারের আগের চুক্তি বাতিল করেছে অস্ট্রেলিয়া।
জানা গেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ভালো করতে শুক্রবার রোমে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করবেন ইমানুয়েল ম্যাখোঁ। তবে অস্ট্রেলিয়ার সঙ্গে যোগাযোগ বন্ধ রেখেছে ফ্রান্স।
তবে গতকাল বৃহস্পতিবার ইমানুয়েল ম্যাখোঁ ও স্কট মরিসন ফোনে কথা বলেছেন। ফোনালাপের সময় ম্যাখোঁ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে বলেছেন, ফ্রান্স-অস্ট্রেলিয়ার কৌশলগত অংশীদারিত্বের ইতি ঘটেছে সাবমেরিন চুক্তি বাতিল হওয়ার কারণে। এতে দুই আমাদের দুই দেশের আস্থা ভেঙে গেছে।
ম্যাখোঁ আরো বলেছেন, ইন্দো-প্রশান্ত অঞ্চলে যৌথ উদ্যোগ ও আমাদের দ্বিপক্ষীয় সম্পর্কের ভিত্তিতে অস্ট্রেলিয়ার সরকারকে বাস্তবমূখী পদক্ষেপ নিতে হবে। কয়লা উত্তোলন ও বিদ্যুৎ উৎপাদনে কয়লার ব্যবহার বন্ধের জন্য স্কট মরিসনের প্রতি আহ্বান জানিয়েছেন ম্যাখোঁ।
সূত্র: রয়টার্স।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/