ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের নিয়ন্ত্রণ রেখায় স্থলমাইন বিস্ফোরণে ভারতীয় সেনাবাহিনীর দুই সদস্য নিহত হয়েছে। এনডিটিভি জানিয়েছে, নাউশেরা-সুন্দরবেনি সেক্টরে এই বিস্ফোরণ ঘটেছে।
সরকারি সূত্র জানায়, এলওসির কাছে সেনাবাহিনীর একটি টহল দল স্ললমাইনের ওপর চলে আসার পর বিস্ফোরণে এক কর্মকর্তা ও সেনা নিহত হয়েছে।
আহতদের সেনা হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।
এক সিনিয়র পুলিশ কর্মকর্তা বলেন, দুজন নিহত এবং তিনজন আহত হয়েছে।
বার্তা সংস্থা পিটিআই কর্মকর্তাদের উদ্ধৃত করে জানিয়েছে, যে অঞ্চলে বিস্ফোরণ ঘটেছে সেখানে অনুপ্রবেশ ঠেকাতে সেনাবাহিনী স্থলমাইন পুঁতে রেখেছে।
এই সেক্টরটি রাজৌরি জেলায় এবং জম্মুর পিরপাঞ্জাল অঞ্চলের অংশ। গত তিন সপ্তাহ ধরে এলাকাটিতে সেনাবাহিনীর অভিযান চলছে।
স্থানীয় জঙ্গলে লুকিয়া থাকা জঙ্গিদের ধরতে এই অভিযানে দুই কর্মকর্তাসহ নয় সেনা নিহত হলেও এখন পর্যন্ত কোনো সাফল্য আসেনি।
গত ১৮ বছরের মধ্যে অঞ্চলটিতে এটিই সবচেয়ে দীর্ঘ সন্ত্রাসবিরোধী অভিযান। খবর এনডিটিভি
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/