ইরাকের রাজধানী বাগদাদের উচ্চ নিরাপত্তাবেষ্টিত গ্রিন জোনে মার্কিন দূতাবাসের কাছে তিন দফা রকেট হামলা চালানো হয়েছে। স্থানীয় সময় রবিবার ওই হামলা চালানো হয়। তবে হামলার ঘটনায় কেউ হতাহত হয়নি।
নাম প্রকাশ না করা শর্তে একটি সূত্র এএফপিকে জানিয়েছে, বাগদাদের মানসুর জেলায় তিনটি কাতিউশা রকেট দিয়ে হামলা চালানো হয়েছে।
ওই সূত্রটি জানিয়েছে, রেড ক্রিসেন্টের একটি হাসপাতাল, একটি ব্যাংক এবং জেলার পানি ব্যবস্থাপনা দপ্তরের কাছে তিনটি রকেট আঘাত হেনেছে।
এখনো পর্যন্ত কোনো গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেনি। এর আগে গত ২৯ জুলাই গ্রিন জোনে দুই দফা রকেট হামলা চালানো হয়। এসব হামলার জন্য ইরানপন্থি বিভিন্ন সংগঠনকে দায়ী করা হচ্ছে।
ইরাকে প্রায়ই মার্কিন অবস্থান লক্ষ্য করে এ ধরনের হামলা চালানো হয়। ইরাকে বর্তমানে ২ হাজার ৫শ মার্কিন সেনা মোতায়েন রয়েছে, যারা ইসলামিক স্টেটের (আইএস) অবশিষ্ট সদস্যদের বিরুদ্ধে যুদ্ধে স্থানীয় সেনাদের সহায়তায় ভূমিকা রাখছে। গ্রিন জোনে ইরাকের বিভিন্ন সরকারি ভবনও অবস্থিত।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/