মাসুম পারভেজ রুবেল। মার্শাল আর্ট হিরো হিসেবে বাংলা চলচ্চিত্রে তার দুর্দান্ত আবির্ভাব। পর্দায় কুংফু-কারাতের নান্দনিক সব কৌশল দেখিয়ে বাংলা সিনেমায় এনেছিলেন নতুন জোয়ার। জুটি প্রথায় আবদ্ধ হননি। অভিনয়জীবনে ৫০ জন নায়িকার বিপরীতে নায়কের ভূমিকায় সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন তিনি।
অভিনয় ক্যারিয়ারে প্রায় আড়াইশ সিনেমায় অভিনয় করেছেন রুবেল। ফাইট ডিরেক্টর, প্রযোজক ও পরিচালক হিসেবেও সমান সফল তিনি। ১৭টি চলচ্চিত্র পরিচালনা করেছেন, যার সবগুলোই সুপারহিট। চলচ্চিত্রে তিনি এখন আর নিয়মিত নন। তবে চলচ্চিত্রের সব অনুষ্ঠানে দেখা যায় তাকে। বর্তমান সময়ের কিছু সিনেমা নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন এই নায়ক।
এ সময়ে অনেক সিনেমাকে সিনেমা বলতে নারাজ রুবেল। বিষয়টি উল্লেখ করে রুবেল বলেন, ‘৫-৭ দিনে শুটিং করে যেসব কনটেন্ট নির্মাণের হিড়িক পড়েছে, সেগুলো অনেকেই সিনেমা নামে চালিয়ে দিচ্ছেন। এসব কনটেন্ট কখনই পরিপূর্ণ সিনেমা নয়। এত অল্প সময়ের শুটিংয়ে কোনোদিনই সিনেমা করা সম্ভব নয়। যারা এগুলো করছেন তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, এগুলো সিনেমা নয়।’
চলচ্চিত্র অনেক বড় একটি ক্যানভাস। তা স্মরণ করে রুবেল বলেন, ‘সিনেমা বিশাল বড় ব্যাপার। ৩ দিনে স্ক্রিপ্ট তৈরি করে ৭ দিনে শুটিং করে পরবর্তীতে মুক্তি দিলে তা সিনেমা নয়। ওয়েব নির্ভর কাজ হতে পারে। আমরা যখন সিনেমা তৈরি করতাম কমপক্ষে ৩ মাস গল্প স্ক্রিপ্ট নিয়ে কাজ করতাম। অনেক স্ক্রিপ্ট পছন্দ না হওয়ায় সাতবার সংশোধন করেও বাদ দিয়েছি। ইউটিউবের ব্যবহার বেড়ে যাওয়ায় এখন সবাই পরিচালক, শিল্পী হয়ে যাচ্ছেন। এটা লাস্টিং করবে না। এরা সিনেমাকে তলানিতে নিয়ে যাবে।’
আধুনিক সিনেমা হলের বিকল্প নেই বলে মনে করেন রুবেল। এ অভিনেতা বলেন, ‘এখন সবাই ঘুরতে বেরিয়ে খাওয়া-দাওয়া, কেনাকাটার পর বিশেষ করে শিক্ষার্থীরা সিনেমা দেখতে চান। সেজন্য হলের আধুনিক পরিবেশ দরকার। সিনেমা হলের পরিবেশ যদি আবার ফিরিয়ে আনা যায়, তবে মানুষ আবার সিনেমা হলে গিয়ে সুস্থ ধারার সিনেমা উপভোগ করবেন।’
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/