ভারতের কংগ্রেস দলের সাংসদ রাহুল গান্ধী তার দাদি ইন্দিরা গান্ধীর ৩৭তম মৃত্যুবার্ষিকীতে আবেগঘন একটি ভিডিও বার্তা পোস্ট করেছেন। গতকাল রবিবার তিনি ভিডিওটি পোস্ট করেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রসঙ্গত, ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ১৯৮৪ সালের ৩১ অক্টোবর ব্যক্তিগত দুই শিখ দেহরক্ষীর গুলিতে নিহত হন।
এক ভিডিওতে দেখা যায়, রাহুল গান্ধী তার দাদির অন্ত্যেষ্টিক্রিয়ার সময় কাঁদছেন। তখন তার বয়স ছিল মাত্র ১৪ বছর। দিনটিকে রাহুল তার জীবনের দ্বিতীয় কঠিনতম দিন বলে অভিহিত করেছেন।
সূত্র : এনডিটিভি।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/