নাইজেরিয়ার বৃহত্তম শহর লাগোসে নির্মাণাধীন একটি ২২তলা ভবন ধসে কমপক্ষে তিনজন প্রাণ হারিয়েছেন। সোমবার (১ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য নিশ্চিত করেছে।
ধসে পড়া ভবনটির ভেতরে কতজন মানুষ আটকে আছেন বা দুর্ঘটনার কারণও তাৎক্ষণিকভাবে এই জানা যায়নি।
একটি খননযন্ত্র নিয়ে উদ্ধারকারীরা ও স্থানীয়দের ধ্বংসস্তূপ খুঁজতে দেখা গেছে। শেষ খবর পর্যন্ত তিনজন জীবিত উদ্ধার পেয়েছেন বলে জানা গেছে।
এর আগে, ঘটনাস্থল থেকে পাওয়া কিছু ছবিতে ধ্বংসাবশেষের বিশাল স্তুপের কাছে ভিড় দেখা গেছে। লাগোস শহরের অভিজাত ইকোয়ি এলাকায় ধসে পড়া ওই বহুতল ভবনে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট তৈরি করা হচ্ছিল।
নির্মান শ্রমিক এরিক তেতেহ, ৪১, জানান, তার দলের অন্যরা একটি এক্সাভেটর (খনন যন্ত্র) আসার অপেক্ষায় ছিলেন। এসময় হটাৎই ভবনটি ভেঙ্গে পড়ে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/