ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলনের যোদ্ধারা এবং তাদের সমর্থিত সামরিক বাহিনী তেলসমৃদ্ধ মারিব প্রদেশের আরো দুটি জেলা মুক্ত করতে সক্ষম হয়েছে।
ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি মঙ্গলবার এ ঘোষণা দিয়েছেন। আরো অনেক বেশী দেরী করার আগেই সৌদি ভাড়াটে সেনা এবং হাদিপন্থী গেরিলাদের আত্মসমর্পণের জন্যও তিনি আহ্বান জানান।
জেনারেল সারিয়ি জানান, মা'রিব প্রদেশে 'অপারেশন স্প্রিং অফ ভিক্টরি' নামে যে অভিযান চলছে তার দ্বিতীয় ধাপে আল-জুবা এবং জাবাল মুরাদ জেলা মুক্ত করা হয়েছে।
ইয়েমেনের সামরিক বাহিনী প্রতিশ্রুতি ব্যক্ত করেছে, পুরো ইয়েমেন শত্রুর কবল থেকে মুক্ত না হওয়া পর্যন্ত তারা অস্ত্র সংবরণ করবে না।
২০১৫ সাল থেকে সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোট ইয়েমেনের ওপর সামরিক আগ্রাসন চালিয়ে আসছে। তবে হুথি আন্দোলনকে নির্মূল এবং পলাতক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদিকে ক্ষমতায় পুনর্বহালের যে লক্ষ্য নিয়ে সৌদি আরব এই আগ্রাসন শুরু করেছিল ছয় বছর পরে এসেও সেই লক্ষ্য অর্জন করতে পারে নি।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/