ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে টানা বর্ষণে সৃষ্ট বন্যায় পাঁচজনের মৃত্যু হয়েছে। এছাড়া আরো ৪ জন নিখোঁজ রয়েছেন বলে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছেন।
দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, প্রচণ্ড বৃষ্টিতে আরজুনো পাহারের ঢালে থাকা বাড়িঘর বৃহস্পতিবার (৪ নভেম্বর) ভেসে গেছে। খবর আরব নিউজের।
এ সময় ১৫ জন বানের পানিতে ভেসে যান। এদের মধ্যে ৫ জনকে পরে উদ্ধারকর্মীরা জীবিত উদ্ধার করতে সক্ষম হন। বৃহস্পতিবার একজনের মরদেহ উদ্ধার করা হয়।
শুক্রবার (৫ নভেম্বর) সকালে আরো ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধারকর্মীরা নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে এখনও তল্লাশি চালিয়েছে যাচ্ছেন।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/