সেমিতে যেতে অস্ট্রেলিয়ার দরকার ১৫৮

আপডেট: November 6, 2021 |

টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ ওয়ানে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড। বাকি এক জায়গা নিয়ে লড়াই চলছে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে। তবে শনিবার (৬ নভেম্বর) উইন্ডিজদের বিপক্ষে ম্যাচটি জিতলেই সেমিফাইনাল প্রায় নিশ্চিত হয়ে যাবে অ্যারন ফিঞ্চদের।

এদিন টস জিতে বোলিং নিয়ে ক্যারিবীয়দের অল্পতেই বেঁধে ফেলেছে ক্যাঙ্গারু বাহিনী। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৭ রান করেছে পোলার্ড-গেইলরা। সুতরাং ম্যাচটি জিততে হলে অজিদের করতে হবে ১৫৮ রান।

আসর থেকে আগেই ছিটকে গেছে বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। তবে দলটির অধিনায়ক কাইরন পোলার্ডের লক্ষ্য ছিল শেষটা জয়ে রাঙানোর।

তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে আবুধাবিতে টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে প্রথম থেকেই আবারও ব্যর্থতাই সঙ্গী ক্যারিবীয়দের। ইনিংসের ৪ ওভার শেষেই ৪০ রান যোগ করতেই হারিয়ে ফেলে তিন তিনটি উইকেট। এরপর দল কিছুটা ঘুরে দাঁড়ালেও নিয়মিত বিরতিতে উইকেট হারায় তারা।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে ওপেন করতে নেমেছিলেন ক্রিস গেইল ও এভিন লুইস। অস্ট্রেলিয়ার হয়ে বোলিং শুরু করেছিলেন মিচেল স্টার্ক। প্রথম দুই ওভার টিকে থাকতে পারলেও তৃতীয় ওভারে বল করতে আসা প্যাট কামিন্সের প্রথম বলেই ছক্কা মারেন গেইল।

তবে দ্বিতীয় বলেই বোল্ড হন ‘দ্য ইউনিভার্স বস’। দুটি ছক্কার সাহায্যে ৯ বলে ১৫ রান করে সাজঘরে ফেরেন গেইল।

তৃতীয় ওভারে গেইলকে হারানোর ধাক্কা সামলে ওঠার আগেই চতুর্থ ওভারের প্রথম বলেই জস হ্যাজলউড ফেরান নিকোলাস পুরানকে। ১টি বাউন্ডারির সাহায্যে ৪ বলে ৪ রান করে মার্শের হাতে ধরা পড়েন পুরান।

একই ওভারে হ্যাজলউডের দ্বিতীয় শিকার হন রোস্টন চেজ। ২ বল খেলে খাতা খুলতে পারেননি তিনি। দলীয় ৩৫ রানেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে ক্যারিবীয়রা।

ইনিংসের দশম ওভারে জাম্পার বলে স্টিভ স্মিথের হাতে ধরা পড়েন এভিন লুইস। ৫টি বাউন্ডারির সাহায্যে ২৬ বলে ২৯ রান করে আউট হন লুইস।

এরপর ত্রয়োদশ ওভারে হ্যাজেলউডের বলে ওয়েডের সহজ ক্যাচে সাজঘরে ফেরেন আগের ম্যাচে দারুণ খেলা শিমরন হেটমায়ার। ২টি বাউন্ডারির সাহায্যে ২৮ বলে ২৭ রান করেন তিনি। এরপর ফিরে গেছেন ডোয়াইন ব্রাভো। আজই শেষ ম্যাচ খেলতে নেমেছিলেন তিনি।

টি-টোয়েন্টি বিশ্বকাপ এলেই রাজা হয়ে যায় ক্যারিবিয়ানরা। সারা বিশ্বে ক্ষুদ্র ফরম্যাটে তাদের কদর সবচেয়ে বেশি। বর্তমান চ্যাম্পিয়নও তারা । কিন্তু ২০২১ বিশ্বকাপে এসে তারা যেন হারিয়ে গেছে সেই তকমা।

চার ম্যাচে মাত্র এক জয়। তাও কেবল বাংলাদেশের বিপক্ষে। পয়েন্ট টেবিলের দিকে তাকালেই বোঝা যায়, বিশ্বকাপ শেষ ওয়েস্ট উইন্ডিজদের।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর