নিউজিল্যান্ডের অধিনায়ক কেইন উইলিয়ামসন ও ডেভন কনওয়ের ঠান্ডা মাথার ব্যাটিংয়ে আফগানিস্তানের সাথে সহজ জয় পেয়েছে নিউজিল্যান্ড।এই জয়ে গ্রুপ ২ এর সকল হিসেব-নিকেশ নিশ্চিত করে নিউজিল্যান্ড সেমিফাইনালে পা রাখলো।
পাকিস্তান এর আগেই প্রথম চার ম্যাচ জিতে সেমিফাইনাল খেলা নিশ্চিত করে। নিউজিল্যান্ড হেরে গেলে ভারতের সেমিফাইনাল খেলা অনেকটাই নিশ্চিত হয়ে যেতো। আর কিউইদের এই জয় দেখার পর নিজেদের ঐচ্ছিক অনুশীলনই বাতিল করে দিল কোহলির দল। কারণ নামিবিয়া ম্যাচটি এখন ভারতের কাছে নিয়মরক্ষার ম্যাচ।
পাকিস্তানের কাছে হার দিয়েই শুরু হয়েছিল ভারতের বিশ্বকাপ যাত্রা। এরপর নিউজিল্যান্ডের কাছে হেরে কঠিন সমীকরণের মারপ্যাচে ছিল ভারত। আজ আফগানিস্তানের সঙ্গে নিউজিল্যান্ড হারলে, তবেই ভারত সেমিফাইনালের ছাড়পত্র পেত। কিন্তু সে রকম কিছুই ঘটল না। বরং নিউজিল্যান্ড ম্যাচ জিতে পাকিস্তানের সঙ্গে সেমিফাইনালে পৌঁছে গেলো।
এদিন আফগানিস্তানকে সমর্থন করছিলো গোটা ভারত। কিন্তু ভারতের মান রক্ষা করতে পারেননি আফগানরা।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/