ভারতের মধ্যপ্রদেশের হাসপাতালে আগুন লেগে চার শিশুর মৃত্যু

আপডেট: November 9, 2021 |

ভারতের মধ্যপ্রদেশে হাসপাতালের শিশু বিভাগে আগুন লেগে চার শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৮ নভেম্বর) রাতে ভোপালের কমলা নেহরু হাসপাতালের শিশুদের আইসিইউ (পিআইসিইউ) বিভাগে আগুন লাগে। শিশু বিভাগে তখন অন্তত ৪০ জন শিশু ভর্তি ছিল।

ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার জানায়,আগুন লাগার খবরে আতঙ্কিত হয়ে পড়েন তাদের পরিবার পরিজন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় ২৫টি অগ্নিনির্বাপন ইঞ্জিন। বেশ কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণেও আনা হয়। তবে তার আগেই মৃত্যু হয় চার শিশুর।

হাসপাতালে আগুন লাগার খবর টুইটারে জানান মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। পরে শিশু মৃত্যুর খবরও তিনিই জানান টুইটারে।

মুখ্যমন্ত্রী লেখেন, ‘হাসপাতালের শিশুবিভাগে আগুন লাগার ঘটনা অত্যন্ত দুঃখজনক। তবে দ্রুত উদ্ধার কাজ শুরু করা গেছে। আগুন দ্রুত নিয়ন্ত্রণেও এসেছে।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর