কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হবে ৭ জানুয়ারি। এছাড়া কলকাতা বইমেলা শুরু হবে ৩১ জানুয়ারি থেকে। চলচ্চিত্র উৎসব চলবে ১৪ জানুয়ারি পর্যন্ত। রাজ্য সরকারের পক্ষ থেকে এই ঘোষণা করা হয়েছে সোমবার (৮ নভেম্বর)।
ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার জানায়, জানুয়ারির ৭ তারিখ থেকে ৮ দিনের জন্য আয়োজিত হবে কলকাতা চলচ্চিত্র উৎসব। এছাড়া ৩১ জানুয়ারি থেকে কলকাতা আন্তর্জাতিক বইমেলাও শুরু হবে।
উল্লেখ্য, বইমেলা গত বছর করোনা সংক্রমণের কারণে আয়োজন করা যায়নি। স্বাভাবিকভাবে বইমেলার দিকে তাকিয়ে রয়েছেন পাঠক থেকে প্রকাশকরা। এবারের বইমেলার থিম বাংলাদেশ।
২০১৯ সালে বইমেলায় থিম দেশ ছিল গুয়াতেমালা। তারপর ২০২১ সালে বইমেলা বন্ধ থাকে। ২০২১ সালে বইমেলার থিম ছিল বাংলাদেশ। ২০২২ সালে সেই দেশই থাকছে থিম।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/