ভারতের তামিলনাড়ু রাজ্যে টানা কয়েক দিনের বৃষ্টিতে ২০ জেলায় দুই দিনের জরুরি সতর্কতা জারি করা হয়েছে। প্রবল বৃষ্টিতে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে পাঁচজনের।
পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বন্ধ রাখা হয়েছে বেশ কিছু অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠান। বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে ৫৩০টির বেশি ঘরবাড়ি। বন্যাকবলিত এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় ১৭শ'র বেশি মানুষকে। পরিস্থিতি মোকাবেলায় স্থানীয় সরকার ৪৩৪টি সাইরেন টাওয়ার স্থাপন করেছে।
স্বাভাবিক মৌসুমের চেয়ে ৪৬ শতাংশ বেশি বৃষ্টি রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ২০১৫ সালের পর এমন প্রবল বৃষ্টি দেখলো তামিলনাড়ু।
বৃষ্টিপাতের কারণ হিসেবে বঙ্গোপসাগরের নিম্নচাপকে দায়ী করছে আবহাওয়াবিদরা।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/