দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে থাকা লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। এতে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়াবিদ আরিফ হোসেন বলেন, 'এই নিম্নচাপের প্রভাব বাংলাদেশের ওপর খুব বেশি পড়বে না। তবে সমুদ্রবন্দরে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। নদীতে কোনো সতর্কতা সংকেত জারি করা হয়নি।'
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, দিনের তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা থাকলেও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি বাড়তে পারে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারে, ৩৪ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়, ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/