মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনি ব্লিনকেন মঙ্গলবার রাতে কেনিয়ার রাজধানী নাইরোবিতে পৌঁছেছেন। আফ্রিকা মহাদেশে গণতন্ত্র ও মানবাধিকার পুনরুজ্জীবিত করা ও বৈশ্বিক সম্পর্ক স্থাপন এ সফরের মূল বৈশিষ্ট্য। এ সফরটিকে অনেকেই মানবাধিকার ও গণতন্ত্রের প্রশ্নে প্রেসিডেন্ট জো-বাইডেনের প্রকৃত নীতিতে প্রত্যাবর্তন হিসেবে দেখছেন।
কেনিয়া, নাইজেরিয়া ও সেনেগালের সঙ্গেও বৈঠক করা হবে এ সফরে। নবায়নযোগ্য পরিশোধিত জ্বালানিতে বিনিয়োগ,জলবায়ু,কোভিড-১৯,আঞ্চলিক নিরাপত্তা ও সুস্থিতি ও গণতন্ত্র ইস্যু এ আলোচনায় প্রধান্য পাবে।
২০৩০ সালের মধ্যে গতানুগতিক জ্বালানির ব্যবহার বন্ধ করে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের মিশনে নাইরোবিকে সাহায্য করতে চায় যুক্তরাষ্ট্র।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/