প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বুধবার (১৭ নভেম্বর) বিকেল ৪টায় এক সংবাদ সম্মেলন আহ্বান করেছেন। তিনি এই সংবাদ সম্মেলনে তাঁর সাম্প্রতিক দুই সপ্তাহের বিদেশ সফরের বিষয়ে তথ্য তুলে ধরবেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন। সাংবাদিকরা উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে।
গত ৩১ অক্টোবর প্রধানমন্ত্রীর যুক্তরাজ্য ও ফ্রান্স সফর শুরু হয়। এদিন তিনি জলবায়ু সম্মেলনে যোগ দিতে স্কটল্যান্ডের গ্লাসগো পৌঁছান। এই সম্মেলনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইভেন্টে অংশ নেন প্রধানমন্ত্রী। তিনি পরে লন্ডন ও প্যারিস সফর শেষে গত ১৪ নভেম্বর দেশে ফেরেন। সফরকালে বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে বৈঠক করেন শেখ হাসিনা।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/