গাইবান্ধার গোবিন্দগঞ্জের ঢাকা-রংপুর মহাসড়কে বাসচাপায় অটোরিকশার ছয় যাত্রী নিহত হয়েছেন বলে জানা গেছে।
শুক্রবার সকাল ৭টার দিকে গোবিন্দগঞ্জের ঢাকা-রংপুর মহাসড়কের বকচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ঢাকা থেকে রংপুরগামী একটি বাস ব্যাটারি চালিত একটি অটোরিকশাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন এবং হাসপাতালে নেওয়ার পথে আরো তিনজনের মৃত্যু হয়। নিহত সবাই অটোরিকশার যাত্রী।
গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস কর্মী নুরে আলম এই তথ্য নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর বাসের চালক ও তার সহকারী পালিয়ে গেছেন।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/