তেলের দাম কমাতে ভাণ্ডারে হাত দিচ্ছে যুক্তরাষ্ট্র

তেলের দাম বাড়তি থাকায় এবং সেই সঙ্গে দ্রব্যমূল্য বেড়ে যাওয়ায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জনপ্রিয়তা কমছে৷ এই অবস্থায় তেলের দাম কমাতে নিজ দেশের ভাণ্ডার থেকে তেল ধার দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বাইডেন প্রশাসন৷

মঙ্গলবার এই ঘোষণা আসতে পারে৷ পাইপলাইন সমস্যাসহ নানা কারণে জ্বালানি সংকট দেখা দিলে ঐ নির্দিষ্ট সময়ের চাহিদা মেটাতে বিভিন্ন দেশের তেলের ভাণ্ডার আছে, যা ‘স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ’ বা এসপিআর নামে পরিচিত৷

এই এসপিআর থেকে তেল কোম্পানিগুলোকে অশোধিত তেল ধার দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র৷ এই তেল সুদসহ ফেরত দিতে হবে৷ একই কাজ করতে চীন, ভারত, দক্ষিণ কোরিয়া ও জাপানকেও অনুরোধ করেছে বাইডেন প্রশাসন৷ জাপান ও ভারত এ বিষয়ে কাজ করছে বলে জানা গেছে৷

এর আগে দাম কমাতে তেল উৎপাদনকারী দেশগুলোর সংস্থা ওপেক ও তার সহযোগী দেশগুলোকে (যেমন রাশিয়া) উৎপাদন বাড়াতে অনুরোধ করেছিল যুক্তরাষ্ট্র৷ কিন্তু কাজ হয়নি৷

তাই এবার নিজ ভাণ্ডারে হাত দিতে বাধ্য হচ্ছে যুক্তরাষ্ট্র৷ এর আগে আরও তিনবার এসপিআর থেকে তেল বিক্রির অনুমোদন দেয়া হয়েছিল৷ প্রথমবার ১৯৯১ সালে গাল্ফ যুদ্ধের সময়৷ পরে ২০০৫ সালে হ্যারিকেন ক্যাটরিনার পর এবং সবশেষ ২০১১ সালে ওপেক সদস্য লিবিয়ায় যুদ্ধ চলার সময় এসপিআর থেকে তেল নেয়া হয়েছিল৷

তেলের দাম কমাতে যুক্তরাষ্ট্রের সবশেষ উদ্যোগ কতটা সফল হবে সেটা নির্ভর করছে দেশটি এসপিআর থেকে কতটা তেল ছাড় করছে তার উপর৷ কিন্তু সে বিষয়ে এখনও তথ্য পাওয়া যায়নি৷ সূত্র: এনবিসি

বৈশাখী নিউজ/ জেপা