শুক্রবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রামের সাগরিকায় জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের পাশে একটি কেমিক্যাল কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে।। তবে তাৎক্ষণিভাবে এ দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এ ছাড়া কারখানার ভেতরে কোনো মানুষ আটকে আছে কি না তাও নিশ্চিত করতে পারেনি দমকল বাহিনী।
প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের পাশের হোমল্যান্ড নামে একটি রাসায়নিক কারখানায় সকাল সাড়ে ১০টার দিকে আগুনের সূত্রপাত হয়। এর কয়েক মিনিট পর সেখানে বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে স্টেডিয়ামের নিরাপত্তায় রাখা ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেছে।
আগুন তীব্রতা বেশি থাকায় পরে চট্টগ্রাম থেকে ফায়ার সার্ভিসের আরও ১১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
জানা গেছে, রাসায়নিকের এ কারখানাতে বিপুল পরিমাণ দাহ্যপদার্থ রয়েছে। আগুন নিয়ন্ত্রণে হিমশিম খেতে হচ্ছে ফায়ার সার্ভিস কর্মীদের।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/