দুর্ঘটনায় গুরুতর আহত হওয়া সুরেশ কুমারকে মৃত ঘোষণার পর চিকিৎসকরা ময়নাতদন্তের জন্য মর্গের ফ্রিজে রেখেছিলেন। সেখানে সারারাত থাকার পরদিন হঠাৎই নড়ে উঠে ‘মৃত’ ঘোষণা করা সুরেশ। অবিশ্বাস্য এই ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের মোরাদাবাদে।
ঘটনাটি গেল বৃহস্পতিবারের, বিদ্যুৎ মিস্ত্রি সুরেশ বাইক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন। তাকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
ময়নাতদন্তের জন্য সুরেশের দেহ মর্গের ফ্রিজে রাখা হয়। পরে সুরেশের পরিবারকে ডেকে দেহ শনাক্ত করিয়ে ময়নাতদন্তের জন্য অনুমতিও নেওয়া হয়।
কিন্তু হঠাৎই সুরেশের শ্যালিকা মধুবালা খেয়াল করেন সুরেশের দেহটি নড়ছে। তারপর পরিবারের অন্য সদস্যরাও বিষয়টি খেয়াল করেন। সঙ্গে সঙ্গেই তারা চিকিৎসককে দেহটি ভালভাবে পরীক্ষা করার অনুরোধ করেন।
চিকিৎসকরা পরীক্ষা করে দেখার পর সুরেশকে আবার হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়।
পরিবার জানায়, চিকিৎসা চলছে সুরেশের। চিকিৎসকরাও আশ্বাস দিয়ে বলেছেন সঙ্কট কেটে গেছে। দ্রুতই সুস্থ হয়ে সুরেশ বাড়ি ফিরতে পারবে। সূত্র : আনন্দবাজার পত্রিকা
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/