পূর্ব আফ্রিকার দেশ ইথিওপিয়ার হামলায় পার্শ্ববর্তী দেশ সুদানের ৬ সেনা নিহত হয়েছেন। ইথিওপিয়া-সুদান সীমান্তবর্তী এলাকায় সুদানের একটি চেকপোস্টে শনিবার (২৭ নভেম্বর) এই হামলার ঘটনা ঘটে। সুদানের সামরিক বাহিনীর কয়েকটি সূত্র রয়টার্সকে এই তথ্য জানিয়েছে বলে রোববার (২৮ নভেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থাটি।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে সুদানের সামরিক বাহিনী জানিয়েছে, ‘ইথিওপিয়ার সামরিক বাহিনীর একটি অংশ এবং মিলিশিয়া গ্রুপগুলো আল-ফাশাগা আল-শুগ্রা নামক এলাকায় সুদানি বাহিনীর ওপর হামলা করে। এতে কয়েকজন সেনা নিহত হন।’
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘আমাদের নিরাপত্তার বাহিনীও এই হামলার কঠোর জবাব দিয়েছে এবং হামলাকারীদের জীবন ও সরঞ্জামের ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে।’
তবে ইথিওপিয়ার হামলায় সুদানের ঠিক কতজন সেনা নিহত হয়েছেন, তা সুদানের সামরিক বাহিনীর বিবৃতিতে জানানো হয়নি।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/