রাজধানীতে মাদক বিরোধী অভিযানে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৯০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
গতকাল বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে শুক্রবার একই সময় পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গ্রেফতারদের কাছ থেকে ৮ হাজার ১৩ পিস ইয়াবা, ১৭৩ গ্রাম ৩৭০ পুরিয়া হেরোইন, ৫১ কেজি ৩৩২ গ্রাম গাঁজা ও ২৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
গ্রেফতার বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬৯টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছেন ডিএমপির এ কর্মকর্তা।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/