চট্টগ্রামের আগ্রাবাদ ডিটি রোড এলাকার এস আর ডি কলোনি নামক একটি বস্তিতে আগুন লেগে ৩০টি ঘর পুড়ে গেছে।
শনিবার (১১ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-পরিচালক ফারুক উদ্দিন জানান, এস আর ডি কলোনিতে ভোরে অজ্ঞাত উৎস থেকে আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫ গাড়ি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় দুই ঘণ্টা চেষ্ঠা চালিয়ে সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে বস্তির ৩০টি ঘর পুড়ে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুনের ক্ষয়ক্ষতি এখনো নিরূপণ করা যায়নি।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/