গ্রিসকে চারটি যুদ্ধজাহাজ বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র

আপডেট: December 12, 2021 |

গ্রিসকে চারটি অত্যাধুনিক যুদ্ধজাহাজ বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়।

শুক্রবার এ অনুমোদন দেওয়া হয়। খবর ডেইলি সাবাহর।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা গ্রিসকে যুদ্ধজাহাজ ও এর সরঞ্জাম বিক্রির বিষয়ে প্রয়োজনীয় সার্টিফিকেট দিয়েছে।

খবরে বলা হয়, ৬.৯ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের চারটি আধুনিক যুদ্ধজাহাজ ও গ্রিসের হাতে থাকা যুদ্ধজাহাজের আধুনিকায়নে ২.৫ বিলিয়ন মার্কিন ডলারের সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়।

দুটি আলাদা বিবৃতিতে বলা হয়, চুক্তির গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে চারটি মাল্টি-মিশন সারফেস কমব্যাটেন্ট (এমএমএসসি) যুদ্ধজাহাজ। এগুলোর দামই হচ্ছে ৬.৯ বিলিয়ন মার্কিন ডলার। এ ছাড়া গ্রিসকে এমইকেও ক্লাস যুদ্ধজাহাজের আধুনিকায়ন ও প্রয়োজনীয় সরঞ্জাম বিক্রি করবে ওয়াশিংটন। এগুলোর দাম ২.৫ বিলিয়ন ডলার। সবমিলিয়ে গ্রিসকে ৯.৪ বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম বিক্রি করবে যুক্তরাষ্ট্র।

মার্কিন প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা বলছে, প্রস্তাবিত এ যুদ্ধজাহাজ বিক্রি গ্রিসের নিরাপত্তা বাড়াবে এবং মার্কিন স্বার্থ রক্ষায় সহায়তা করবে। এর মাধ্যমে বর্তমান ও ভবিষ্যত হুমকি থেকে নিজেদের রক্ষার ক্ষেত্রে গ্রিসের সক্ষমতা বাড়বে।

ন্যাটোর সদস্য গ্রিস যুক্তরাষ্ট্রের মিত্র হিসেবে পরিচিত। নানা সংকটে দেশটি ওয়াশিংটনকে পাশে পেয়েছে। যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক যুদ্ধাজাহাজগুলো বর্তমানে পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলে গ্রিসকে সামরিকভাবে শক্তিশালী অবস্থানে যেতে সহায়তা করবে।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর