প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বহিঃশত্রু আক্রমণ করলে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার সক্ষমতা অর্জন করেছে দেশ। তবে বাংলাদেশ সব সময় শান্তিতে বিশ্বাসী।
আজ রবিবার বাংলাদেশ মিলিটারি একাডেমিতে ‘রাষ্ট্রপতি প্যারেড-২০২১’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশ দেন।
অনুষ্ঠানে নতুন কর্মকর্তাদের উদ্দেশ করে প্রধানমন্ত্রী বলেন, এ দেশের সন্তান হিসেবে এ দেশের মানুষের পাশে থাকতে হবে। জনগণের সব প্রয়োজনে তোমাদের দায়িত্ব পালন করতে হবে। সাধারণ মানুষের সুখ-দুঃখ, হাসি-কান্নার অংশীদার হতে হবে।
তিনি বলেন, দেশে-বিদেশে দায়িত্ব পালন করে দক্ষতা ও পেশাদারিত্ব দেখিয়ে বাংলাদেশ সেনাবাহিনী সব মহলে প্রশংসা কুড়িয়েছে। আমি যখন বিদেশে যাই, সবাই যখন প্রসংশা করে, তখন বুকটা আমার গর্বে ভরে যায়।
শেখ হাসিনা বলেন, এই সুনাম ধরে রাখতে হবে। আমরা শান্তিতে বিশ্বাস করি। জাতির পিতা আমাদের যে পররাষ্ট্রনীতি দিয়েছেন- আমরা সেই পররাষ্ট্রনীতিতেই বিশ্বাস করি।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ মিলিটারি একাডেমিকে একটি অত্যাধুনিক আন্তর্জাতিক মানের একাডেমি হিসেবে পরিণত করার লক্ষে আমরা কাজ করে যাচ্ছি।
আমাদের ক্যাডেটরা যাতে অত্যাধুনিক সুযোগ সুবিধা পায় এবং বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে সেই ধরনের প্রশিক্ষণ ব্যবস্থাও আমরা চালু করেছি।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/