পূর্ব আফ্রিকার দেশ মাদাগাস্কারে নৌকাডুবে কমপক্ষে ১৭ জন মারা গেছেন। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরো প্রায় ৬০ জন।
সোমবার (২০ ডিসেম্বর) দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় উপকূলীয় এলাকায় নৌকাডুবির পর প্রাণহানির এই ঘটনা ঘটে। মাদাগাস্কারের মেরিটাইম কর্তৃপক্ষের বরাত দিয়ে সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
আফ্রিকার এই দেশটির বন্দর কর্তৃপক্ষের প্রধান জ্যঁ এডমান্ড রান্দ্রিয়ানানতেনাইনা জানিয়েছেন, নৌকাটিতে মোট ১৩০ জন আরোহী ছিলেন এবং দুর্ঘটনার পর ৪৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এছাড়া নিখোঁজদের সন্ধানে স্থানীয় স্বেচ্ছাসেবকদেরকে সঙ্গে নিয়ে উদ্ধারকাজ চলছে।
তিনি আরো জানিয়েছেন, ডুবে যাওয়া নৌকাটি মূলত কার্গো ভেসেল হিসেবে বা পণ্য পরিবহনের কাজে ব্যবহৃত হতো। তবে সোমবার সেটি অবৈধভাবে যাত্রী নিয়েছিল।
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, নৌকাডুবির ঘটনার পর উপকূলীয় এলাকায় সশস্ত্র পুলিশ পাঠানো হয়েছে এবং তদন্ত শুরু করা হয়েছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/