মিয়ানমারের উত্তরাঞ্চলের একটি জেড পাথরের খনিধসে অন্তত একজন নিহত এবং আরও ৭০ জন নিখোঁজ হয়েছে। উদ্ধার তৎপরতা এখনো চলছে। হতাহতদের বেশিরভাগই খনিজ সম্পদের অবৈধ সংগ্রাহক।
বিবিসির খবরে বলা হয়েছে, বুধবার স্থানীয় সময় ভোর চারটার দিকে কাচিন প্রদেশের হাপাকান্ত এলাকার খনিটিতে ভূমি ধস দেখা দেয়।
মূল্যবান রত্ন জেড পাথরের অন্যতম বড় উৎস মিয়ানমার। তবে বিগত কয়েক বছর এই পাথরের খনিতে বেশ কয়েকটি প্রাণঘাতী দুর্ঘটনা ঘটেছে।
হাপাকান্ত এলাকায় জেড পাথর আহরণ নিষিদ্ধ কিন্তু স্থানীয়রা প্রায়ই নিষেধাজ্ঞা অমান্য করে। বেকারত্ব এবং দারিদ্র্যের কারণে তারা অবৈধভাবে খনিতে যেতে বাধ্য হয়।
কয়েক বছর আহে হাপাকান্তের একটি জেড ব্লকে ভূমি ধসে অন্তত দশ জন অদক্ষ শ্রমিক প্রাণ হারায়। গত বছর হাপাকান্তে একটি খনির বর্জ্য ধসে ১৬০ জন নিহত হয়। এদের বেশিরভাগই ছিলেন অভিবাসী শ্রমিক।
মিয়ানমারের জেড বাণিজ্য প্রতি বছর প্রায় ৩ হাজার কোটি ডলার। দেশটির সবচেয়ে বড় খনি এলাকা হাপাকান্ত।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/