তিয়েনআনমেন স্কয়ার গণহত্যা স্মরণে নির্মিত ইউনিভার্সিটি অব হংকং ক্যাম্পাসের বিখ্যাত ভাস্কর্যটি অপসারণ করা হয়েছে। ২৬ ফুট উঁচু তাম্রনির্মিত ভাস্কর্যটি সরাতে প্লাস্টিকের শিটের আড়ালে রাতভর কাজ করেন নির্মাণ শ্রমিকেরা। খবর বিবিসির।
ডেনমার্কের ভাস্কর জেন্স গ্যালশিয়টের গড়া ‘পিলার অব শেইম’ ভাস্কর্যটি ২৪ বছর আগে ইউনিভার্সিটি অব হংকং ক্যাম্পাসে স্থাপন করা হয়। গ্যালশিয়ট বলেছেন, ভাস্কর্য অপসারণের বিষয়টি ‘সত্যিই নিষ্ঠুর’ এবং এটি সমাধি ধ্বংসের শামিল।
বেইজিংয়ে ১৯৮৯ সালের ৪ জুন বিক্ষুব্ধ ছাত্রজনতার ওপর গুলিবর্ষণ করে চীনের সামরিক বাহিনী। চীন সরকারের ভাষ্য অনুযায়ী, সেদিনের ঘটনায় ২০০ জন নিহত হয়। বিক্ষোভকারীদের স্মরণে ভাস্কর্যটি নির্মাণ করা হয়েছিল।
গত অক্টোবরে ভাস্কর্যটি অপসারণের সিদ্ধান্ত নেয় হংকং ইউনিভার্সিটি কর্তৃপক্ষ। সে অনুযায়ী, বুধবার রাতে এটি সরিয়ে ফেলা হলো। কর্তৃপক্ষের বিবৃতিতে বলা হয়, ‘আইনি পরামর্শের ভিত্তিতে ঝুঁকি বিবেচনায় নিয়ে বিশ্ববিদ্যালয়ের বৃহত্তর স্বার্থে পুরোনো ভাস্কর্যটি অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/