গাজীপুরের টঙ্গীর মিলগট এলাকায় বসতবাড়িতে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে অর্ধশতাধিক ঘর।
শনিবার (২৫ ডিসেম্বর) রাত আড়াইটার দিকে ওই আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় ইসমাইল মিয়া বলেন, ঘুমিয়েছিলাম হঠাৎ মানুষের চিৎকারে ঘুম ভাঙলে দরজা খুলে দেখি আগুন জ্বলছে। ওই আগুন অল্প সময়ের মধ্যে আশপাশের ঘরগুলাতে ছড়িয়ে যায়। প্রাথমিকভাবে স্থানীয়দের সহায়তায় আগুন নেভানোর চেষ্টা করা হয়। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইকবাল হাসান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়। ২ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/