ঝালকাঠীর সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ লঞ্চে ভয়াবহ আগুনের ঘটনায় নতুন করে আর কোনো মরদেহ উদ্ধার হয়নি। তবে এখন স্বজনদের তথ্য অনুযায়ী পর্যন্ত ২৫ জন যাত্রী নিখোঁজ আছেন বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, সুগন্ধা নদীতে ঘটনাস্থলের আশপাশের এলাকায় উদ্ধার অভিযান অব্যাহত আছে। তবে নতুন করে আর কোনেও মরদেহ উদ্ধার হয়নি।
স্কবজনদের দেওয়া তথ্য অনুযায়ী নিখোঁজ ২৫ জনের তালিকাও করা হয়েছে।
এদিকে ঘটনাস্থল পরিদর্শনে নৌ-মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি বরগুনায় যাবে বলে জানা গেছে।
বৃহস্পতিবার রাত ২টার দিকে ঝালকাঠীর পোনাবালীয়া ইউনিয়নের দেউরী এলাকায় ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে আগুন লাগে। লঞ্চটি প্রায় ৮০০ যাত্রী নিয়ে বরগুনা যাচ্ছিল।
আগুন লাগার পর যাত্রীরা নেভানোর চেষ্টা করেন। অনেকে ছাদে চলে যান। কেউ কেউ নদীতে লাফ দেন। এ ঘটনায় এখন পর্যন্ত ৪১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া দগ্ধ আছেন শতাধিক।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/