রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। মাদক বিক্রি ও সেবনের অভিযোগে পুলিশ ৪৫ জনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারদের কাছ থেকে ৭৭৬ পিস ইয়াবা, ১৭৩ গ্রাম হেরোইন, ২৩ কেজি ৯৪৪ গ্রাম গাঁজা ও ৪১ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
রবিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে এসব তথ্য জানানো হয়েছে।
ডিএমপির পক্ষ থেকে বলা হয়, শনিবার সকাল থেকে রবিবার সকাল পর্যন্ত মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। মাদক সেবন ও বিক্রির দায়ে ৪৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়।
গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৪টি মামলা দায়ের হয়েছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/