সবচাইতে বেশি আপন মানুষকে হারালেন পাকিস্তানের সাবেক গতিতারকা শোয়েব আখতার।
রোববার রাতে তার মা হামিদা আওয়ান পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন ওপারে।
মা হারানোর দুঃসংবাদ জানিয়েছেন শোয়েব নিজেই।
টুইটারে শোয়েব লিখেছেন— আমার মা, আমার সব কিছু। আল্লাহর ইচ্ছায় বেহেশতের উদ্দেশ্যে রওনা হয়েছেন। আজ রোববার আসর নামাজের পর ইসলামাবাদে মায়ের জানাজা অনুষ্ঠিত হবে।’
টুইটের পর শোয়েবকে সমবেদনা জানানোর পাশাপাশি তার মায়ের আত্মার মাগফিরাত কামনা করেছেন ভক্ত-অনুরাগীরা।
পাকিস্তানের সংবাদমাধ্যম জি নিউজ জানিয়েছে, শনিবার রাতে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়া হয় শোয়েবের মাকে। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হামিদা।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/