নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদের সঙ্গে চলমান সংলাপের চতুর্থ দিন আজ সোমবার অংশ নেবে দুটি রাজনৈতিক দল। বিকাল ৪টায় বাংলাদেশ তরিকত ফেডারেশন। একই দিন সন্ধ্যা ৬টায় খেলাফত মজলিস।
একটি স্বাধীন, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন, সংবিধান অনুযায়ী একটি নির্দিষ্ট আইনি কাঠামো তৈরিসহ আরো কিছু প্রস্তাবনা রাখবেন তারা।
খেলাফত মজলিসের মহাসচিব জানান, আগামীকাল নিজেদের বৈঠকে সিদ্ধান্ত নিয়ে রাষ্ট্রপতির সংলাপে অংশ প্রস্তাব রাখবেন তারা। তবে নির্বাচন কমিশন আইন প্রণয়ন করার বিষয়ে গুরুত্ব দেয়ার কথাও বলেছেন খেলাফত মজলিসের মহাসচিব।
তরিকত ফেডারেশনের সভাপতি জানান, আইনের বিষয়েদ তার দলও প্রস্তাব রাখবে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/