পরিচ্ছন্ন জ্বালানির পথে আরও এক ধাপ এগিয়ে গেল চীন। প্রথমবারের মতো সমুদ্র তীরবর্তী বায়ুচালিত বিদ্যুৎকেন্দ্র স্থাপন করেছে দেশটি।
বিদ্যুৎ কেন্দ্রটির উৎপাদন ক্ষমতা প্রায় ১০ লাখ কিলোওয়াট। পানির মধ্যে সারি সারি বায়ুকল। দক্ষিণ চীনের গুয়াংডং প্রদেশের ইয়াংজিয়াং সমুদ্র তীরবর্তী বিশাল জলরাশির ওপর স্থাপন করা হয়েছে চীনের প্রথম বায়ুচালিত এই বিদ্যুৎকেন্দ্র।
নির্মাণ করছে চীনের থ্রি গর্জেস করপোরেশন। বিদ্যুৎ কেন্দ্রটি স্থাপনে সাড়ে ৫শ কোটি ডলার বিনিয়োগ করা হয়েছে। ২৬৯টি টারবাইনের মাধ্যমে কেন্দ্রটি বিদ্যুৎ উৎপাদন করবে, যার মোট ক্ষমতা ১৭ লাখ কিলোওয়াটের মতো।
বায়ুচালিত এই বিদ্যুৎকেন্দ্রটি বার্ষিক প্রায় ৫০০ কোটি কিলোওয়াট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করবে, যা করতে ১৫ লাখ টন কয়লা পোড়াতে হতো।
এতে প্রায় ৪০ লাখ টন কার্বন-ডাই-অক্সাইড নির্গমন হ্রাস পাবে। থ্রি গর্জেস করপোরেশনের চেয়ারম্যান লেই মিংশান বলেন, প্রকল্পটি সমুদ্র তীরবর্তী অঞ্চলে প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা ও জরিপের কাজে বিশেষ অবদান রাখবে।
পাশাপাশি এটি সমুদ্রের তলদেশে বায়ুকলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন প্রকল্প উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে। বিদ্যুৎ কেন্দ্রটি গুয়াংডং প্রদেশের ৯টি শহরসহ উপসাগরীয় অঞ্চলে প্রায় ২০ লাখ পরিবারের বিদ্যুতের চাহিদা মেটাবে। খবর গ্লোবাল টাইমস
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/