জাপানের উত্তর ও পশ্চিমাঞ্চলে একদিনে রেকর্ড তুষারপাত হয়েছে। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।
জাপানের আবহাওয়া বিভাগ বলছে, নিগাতা ও গুনমা জেলায় গত তিনদিন ধরে ভারী তুষারপাত হয়েছে। কোথাও ৬ ফুটের মতো বরফ জমা হয়েছে। ফলে বিদ্যুৎহীন রয়েছে ১০ হাজারের বেশি পরিবার।
ইওজাওয়া ও সুকিয়িনো শহরের মধ্যে থাকা কান এতসু এক্সপ্রেসওয়েতে বরফের কারণে প্রায় এক হাজার গাড়ি আটকা পড়েছে। গেল কয়েক বছরের মধ্যে এ বছরই এতো তুষারপাত হচ্ছে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ।
অপ্রয়োজনে বাড়ির বাইরে যেতে বাসিন্দাদের নিষেধ করেছে কর্তৃপক্ষ।
বরফের আস্তরণে বন্ধ হয়ে গেছে মহাসড়ক, বাতিল করতে হয়েছে ফ্লাইট।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/