২০২২ সালের জুনের মধ্যে পদ্মা সেতু খুলে দেওয়া সম্ভাবনা রয়েছে। তাই পদ্মা সেতু দেখতে গিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় সঙ্গে ছিল ছোট বোন শেখ রেহানাও ।
শুক্রবার (৩১ ডিসেম্বর) সকালে স্বপ্নের পদ্মা সেতুর ৭ নম্বর পিলার থেকে ১৮ নম্বর পিলার পর্যন্ত হেঁটে দেখেছেন দুই বোন।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস রানা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, প্রধানমন্ত্রী পদ্মা সেতুতে নেমে ১৬৫০ মিটার পথ হাঁটেন। এরপর জাজিরা প্রান্তে সেতুর সার্ভিস এরিয়ায় বোনকে নিয়ে সকালের নাস্তা করেন। পরিদর্শন শেষে ফের রাজধানীর উদ্দেশে রওনা হন।
এর আগে চলতি বছরের ২৪ জানুয়ারি গোপালগঞ্জের টুঙ্গীপাড়া থেকে ঢাকায় ফেরার সময় আকাশ পথে পদ্মা সেতু দেখেছিলেন প্রধানমন্ত্রী। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/