নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার প্রার্থী ডা. সেলিনা হায়াত আইভী বলেছেন, 'আগামী নির্বাচনে আমাকে নৌকা প্রতীকে ভোট দিয়ে পুনরায় মেয়র নির্বাচিত করলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনকে একটি আধুনিক নগর হিসেবে গড়ে তোলা হবে। যেখানে থাকবে না কোনো সন্ত্রাস, চাঁদাবাজ ও অন্যায় রাজত্ব।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে ৩ নম্বর ওয়ার্ডের বটতলা বঙ্গবন্ধু চত্বর এলাকায় শনিবার (০১ জানুয়ারি) দুপুরে নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, 'আমি সব সময় দল-মত-নির্বিশেষে সাধারণ জনগণের জন্য কাজ করেছি।
নৌকা প্রতীক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতীক। তাই সকল ভেদাভেদ ভুলে গিয়ে সকলে নৌকা প্রতীককে বিপুল ভোটে বিজয়ী করে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার জন্য আহ্বান জানান তিনি।
৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শাহজালাল বাদল সভাপতির বক্তব্যে বলেন, 'আমার ওয়ার্ডে মাননীয় প্রধানমন্ত্রীর ফান্ড ও মেয়র আইভীর সহযোগিতায় ৩০০ কোটি টাকার উন্নয়নের কাজ হয়েছে। ' তাই আবার নৌকা প্রতীকে ভোট দিয়ে আইভীকে মেয়র বানানোর আহ্বান জানান তিনি।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/