বাংলাদেশে জনপ্রিয়তার তুঙ্গে রয়েছে আর্জেন্টিনা ফুটবল দল। মেসি-ম্যারাডোনার দেশ গত কোপা আমেরিকা জয়ের পর থেকেই এ দেশের মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে এমিলিয়ানো মার্টিনেজ নামটি।
কোপার সেমিফাইনালে কলম্বিয়ার বিপক্ষে টাইব্রেকারে দুর্দান্ত পারফরম্যান্স করে বাংলাদেশসহ সারা বিশ্বের ফুটবলপ্রেমিদের মন জয় করে নিয়েছেন মার্টিনেজ। টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের পুরস্কারও জিতেছিলেন তিনি। ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলার হয়েও দুর্দান্ত খেলছেন তিনি। সে জন্য জিহাদ নামের এক বাংলাদেশি তার এক পোস্টে মার্টিনেজের ছবি দিয়ে লিখেছিলেন, ‘২০২১ সালে সবচেয়ে বেশি সেভ, এমি মার্টিনেজ।’
মার্টিনেজের প্রতি ভালোবাসার এই পোস্ট দৃষ্টি আকর্ষণ করেছে আর্জেন্টাইন গোলরক্ষকেরও। ইনস্টাগ্রামে জিহাদের এই পোস্ট শেয়ার করে ভালোবাসার জবাব দিলেন মার্টিনেজ। নিজের স্টোরিতে ওই ভক্তের পোস্ট শেয়ার করে মার্টিনেজ লিখেছেন, ‘লাভ ফ্রম বাংলাদেশ।’ সেখানে লাভ ইমোজি ও বাংলাদেশের পতাকার ইমোজিও ব্যবহার করেছেন আর্জেন্টাইন গোলরক্ষক।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/