একের পর এক আলোচনা-সমালোচনাকে পাত্তা না দিয়ে বিভিন্ন ভাইরাল ইস্যুতে গান নিয়ে আসছেন আশরাফুল হোসেন আলম ওরফে ''হিরো আলম''। তিনি ইংরেজি, হিন্দি, চাইনিজ ও আরবি ভাষার গান গেয়ে যাচ্ছেন একের পর এক।
এবার আশরাফুল হোসেন আলম গান গাইছেন দেশের জনপ্রিয় ক্রিকেটার ও বিশ্বের অন্যতম সেরা অল-রাউন্ডার সাকিব আল হাসানকে নিয়ে। এক পোস্টে হিরো আলম নিজেই খালি গলায় গানের কিছু অংশ আপলোড করেন।
তিনি জানান, "সুপ্রিয় দর্শক এইবারও আপনাদের জন্য ধামাকা কিছু নিয়ে আসতেছি আমি হিরো আলম। আবারো নতুন গান নিয়ে আমি আসতেছি সাকিব আল হাসানকে নিয়ে গানটি তৈরি করা হয়েছে, গানটি শোনার জন্য আপনারা অপেক্ষা করুন। প্রত্যেক বারের মত এবারও ব্যতিক্রমী একটা গান নিয়ে আসতেছি। গানটি লিখেছেন আকাশ নিবিড়।
গানটি রিলিজ হবে ২১-জানুয়ারি। তবে গানটি সম্পূর্ণ কপিরাইট ফ্রি বলে জানা গেছে।
অলরাউন্ডার সাকিব আল হাসানকে নিয়ে তৈরি করা হিরো আলমের গানটি হচ্ছে "বাংলাদেশের জান, বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান- সাকিব আল হাসান"।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/