অধিকৃত পশ্চিমতীরে ইসরাইলি সেনাদের গুলিতে এক ফিলিস্তিনি যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের নাম বাকির হাসাস (২১)।
বৃহস্পতিবার ভোরে পশ্চিমতীরের নাবলুস শহরে অবৈধ ইহুদি বসতির বিরুদ্ধে ফিলিস্তিনি বিক্ষোভকারী ওই যুবককে আটক করেন ইসরাইলি সেনারা এবং তার মাথায় গুলি করেন।
বৃহস্পতিবার ফিলিস্তিনি চিকিৎসা ও নিরাপত্তা সূত্র থেকে এ তথ্য নিশ্চিত করেন। খবর আরব নিউজের।
ইসরাইলি সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
১৯৬৭ সালে যুদ্ধের পর থেকে ইসরাইল এ অঞ্চলটি দখল করে আছে। পূর্ব জেরুজালেম বাদ দিয়ে, প্রায় চার লাখ ৭৫ হাজার ইসরাইলি পশ্চিমতীরে অবৈধভাবে বসতি স্থাপন করে বসবাস করছেন।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/