শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে কেবিনে নেওয়া হয়েছে করোনায় আক্রান্ত বরেণ্য চলচ্চিত্র অভিনেতা মাসুদ পারভেজ সোহেল রানাকে।
বৃহস্পতিবার (৬ জানুয়ারি) রাতে তাকে কেবিনে নেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে অভিনেতার ছেলে মাশরুর পারভেজ বলেন, আব্বুর শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো। তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন। বৃহস্পতিবার রাতে আব্বুকে আইসিইউ থেকে কেবিনে নেওয়া হয়েছে।
গত ২৫ ডিসেম্বর রাতে করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন সোহেল রানা। পরে নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ শনাক্ত হয়। এরপর অবস্থার অবনতি হলে ২৯ ডিসেম্বর সকালে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে বরেণ্য এই অভিনেতাকে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/