সিঙ্গাপুরে চাকরি হারাতে পারেন করোনা টিকা না নেয়া প্রায় ৪৮ হাজার কর্মী।
যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম ব্লুমবার্গ নিউজ জানিয়েছে, আজ থেকে দেশটিতে অফিসে প্রবেশের নতুন বিধিনিষেধ কার্যকর হওয়ায় এ ঝুঁকিতে পড়েছেন তারা। এতদিন টিকা না নেয়া থাকলেও করোনা টেস্টের নেগেটিভ সার্টিফিকেট দেখালেই কর্মক্ষেত্রে প্রবেশের অনুমতি দিচ্ছিল সিঙ্গাপুর কর্তৃপক্ষ।
সরকারের নতুন বিধিনিষেধ অনুযায়ী নিয়োগদাতারা টিকা না নেয়া কর্মীদের বাড়িতে থেকে কাজে পুনর্নিয়োগ দিতে পারবেন, বিনা বেতনে ছুটিতে রাখার পাশাপাশি চুক্তিবদ্ধ কাজ সম্পন্ন না করতে পারলে বরখাস্তও করতে পারবেন।
সিঙ্গাপুরে টিকাদানের হার গোটা বিশ্বের অন্যতম সর্বোচ্চ। এখন ‘ওয়ার্ক ফ্রম হোম’ নীতি বাদ দিয়ে ধীরে ধীরে কর্মক্ষেত্রেগুলো খুলে দেয়া শুরু করেছে সিঙ্গাপুর কর্তৃপক্ষ।
গত ২ জানুয়ারি পর্যন্ত সিঙ্গাপুরে অন্তত ৪৮ হাজার কর্মী টিকা না নেওয়া রয়েছেন, যা দেশটির মোট শ্রমশক্তির মাত্র ২ শতাংশ। এরপরও বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছে দেশটির সরকার।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/