বগুড়ার হিরো আলমের গান নিয়ে চর্চার শেষ নেই। নেটমাধ্যমে তাঁর অনুরাগীর সংখ্যা আকাশ ছোঁয়া। একের পর এক বিদেশি ভাষায় গান গেয়ে আলোচিত-সমালোচিত হয়েছেন তিনি। ফের একবার নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে নতুন গান নিয়ে হাজির হয়েছেন এই সোশ্যাল মিডিয়া স্টার।
বাংলার পাশাপাশি , ইংরেজি, হিন্দি, চীনা, আরবি বিভিন্ন ভাষার গান উপহার দিয়েছেন তিনি। এছাড়াও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল গানগুলো কাভার করতে দেখা যায় তাকে।
এবার আরও একটি নতুন গান নিয়ে হাজির হয়েছেন হিরো আলম। 'এই শীতে বউ চাই' শিরোনামে গানটি মঙ্গলবার (১৮ জানুয়ারি) রাতে হিরো আলমের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়।
আর এই গান প্রকাশ্যে আসার পর আবারও হৈ চৈ পরে গেছে সোশ্যাল মিডিয়ায়। ভক্তরা করছে অসংখ্য মজার মজার কমেন্টও।
সুমাইয়া সিদ্দিক নামের একজন লিখেছেন, লোক লজ্জার কারনে বলতে পারিনা।হিরো আলমের গান খুব পছন্দ আমার গাইস।'
অন্য একজন লিখেছেন, Mood Off ছিল কিছুই ভাল্লাগতেছিলো নাহ্! পাশের বাড়িতের ৩/৪ টা ঢিল মা/রছি ওরা চিল্লাচিল্লি করতেছে " আলহামদুলিল্লাহ এখন আমার প্রচুর ভাল্লাগছে!।
পূর্ণিমা লিখেছেন, 'তোমার গান শুনে এখন বিয়ের জন্য পাগলামি করবে সকলে'।
মায়াজাল লিখেছেন, 'অসাধারণ হয়ছে ভাই এগিয়ে যাও সবসময় পাশে আছি তোমার মত বিনোদন মানুষ বাংলাদেশে আরেক টা নেই।'
https://www.youtube.com/watch?v=7WWQaXvbFM0
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/